<p>পুত্র ১৫ লাখ টাকায় ছাগল কিনতে চেয়েছিলেন, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই আলোচনায় আসেন এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান। বেরিয়ে আসে তাঁর বিপুল অর্থবিত্তের কাহিনি। ১৭ বছর আগে যখন তিনি রাজস্ব প্রশাসনের একজন মধ্যম স্তরের কর্মকর্তা, তখন থেকেই তাঁর প্রভাবের কথা সবাই জানতেন। বার্তাকক্ষ থেকে আজকের আলোচনা- কীভাবে এত 'প্রভাবশালী’ ছাগল–কাণ্ডের মতিউর? </p>