<p>কালীঘাট ডাকঘর ১৯২৩ সালে শ্রীমঙ্গল উপজেলায় প্রতিষ্ঠিত হয়। এটি শ্রীমঙ্গলের প্রথম ডাকঘর এবং বাংলাদেশের চা-শিল্পাঞ্চলের প্রথম ডাকঘর। এই ডাক ঘরে আছে বিরল ওয়াল লেটার বক্স ও মাটির নিচে লোহার সিন্ধুক। টিনের তৈরি পোস্ট অফিসটি নিয়মিত লাল রং করে রাখা হয় । ডাকঘরটিতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট-চিঠি- সরকারি বিভিন্ন চিঠিপত্র নিয়মিত আসলেও ব্যক্তিগত চিঠি একবারেই কম। বিস্তারিত দেখুন ভিডিওতে</p>