<p>বসন্তের বাতাস ছুঁয়ে কালনী নদীর কূলজুড়ে ছড়িয়ে যাচ্ছে শাহ আবদুল করিমের সুর। ২০ বছর আগে আবদুল করিমের নিজের উদ্যোগে ছোট পরিসরে শুরু হওয়া আয়োজনটাই এখন যৌথ উদ্যোগে হয়ে উঠেছে লোক উৎসব। ফেব্রুয়ারির ৭ ও ৮ তারিখ সুনামগঞ্জের ধলগ্রামে বসেছিল সেই উৎসব। বিস্তারিত দেখুন ভিডিওতে…</p>