<p>ছাত্র আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান, এই ঘটনাপ্রবাহে গুলির তাণ্ডবে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। কেউ হারিয়েছেন চোখ–পা, কারও মুখমণ্ডল থেঁতলে গেছে। আহত এ মানুষেরা কীভাবে বেঁচে আছেন, পার করছেন জীবন? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে।</p>