<p>প্রায় সবার হাতে হাতে স্মার্টফোন, তাতে ইন্টারনেট। সকালের অ্যালার্ম থেকে শুরু করে জুমে অফিসের মিটিং—সবকিছুই যেন হাতের মুঠোয়। তাই বিনোদনের অভিজ্ঞতায় পরিবর্তন আনতে এসেছে ‘ওভার দ্য টপ’ বা ওটিটি প্ল্যাটফর্ম। দেশের জনপ্রিয় তেমনই একটি ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’। এর পথচলা সম্পর্কে জানিয়েছেন বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া এবং চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। আরও জানতে দেখুন ভিডিও…</p>