<p>শাহ্ সিমেন্ট ‘নান্দনিক নির্মাণের গল্প’র এবারের পর্ব পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘কেন্দ্রীয় শহীদ মিনার’। অপূর্ব স্থাপত্যশৈলীসমৃদ্ধ সুউচ্চ এই হৃদয়গ্রাহী নির্মাণে পেছনের চিন্তা কী ছিল? জানিয়েছেন স্থপতি মাহবুব হাসান ত্বহা।</p>