দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) একজন চেয়ারম্যান ও দুজন কমিশনারের সমন্বয়ে গঠিত। চেয়ারম্যানসহ দু'জন কমিশনারের উপস্থিতিতে কোরাম গঠিত হয়। চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন। তিনি অন্য দুই কমিশনারের দায়িত্ব বণ্টন করবেন এবং সেসব কাজের জন্য তাঁরা চেয়ারম্যানের নিকট জবাবদিহি হবেন। রাষ্ট্রপতি কর্তৃক ৫ (পাঁচ) বছর মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হন। দুদক সব ধরনের দুর্নীতি বিষয়ক অভিযোগ অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনা করে।

আরও