সঠিক উত্তর-প্রশ্ন অংশ-৬
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-১
৪৯। ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস কী?
ক. হজ খ. জাকাত গ. নামাজ ঘ. রিসালাত
উত্তর: ঘ. রিসালাত
৫০। ‘রিসালাত’ শব্দের অর্থ কী?
ক. বার্তা বহন খ. বার্তা
গ. সৎপথ ঘ. নবী-রাসূলের বাণী
উত্তর: ক. বার্তা বহন
৫১। যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে নিয়ে পৌঁছায়, তাকে কী বলা হয়?
ক. বার্তাবাহক খ. হাজি
গ. দোভাষী ঘ. সাহায্যকারী
উত্তর: ক. বার্তাবাহক
৫২। যিনি আল্লাহ তাআলার বাণী তাঁর বান্দাদের কাছে নিয়ে পৌঁছান এবং আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তাদের সৎপথে পরিচালিত করেন, তাঁকে কী বলা হয়?
ক. হাদিস খ. নবী বা রাসূল
গ. তাওহিদ ঘ. রিসালাত
উত্তর: খ. নবী বা রাসূল।
৫৩। নবী-রাসূলের কাজ বা দায়িত্বকে কী বলে?
ক. তাওহিদ খ. রিসালাত গ. দাওয়াত ঘ. ইমান
উত্তর: খ. রিসালাত
৫৪। কীভাবে জীবনযাপন করলে দুঃখ ও কষ্ট থেকে বাঁচা যায়?
ক. সাধারণ খ. জাঁকজমক
গ. আল্লাহ তাআলার পথে ঘ. বৈরাগী
উত্তর: গ. আল্লাহ তাআলার পথে।
৫৫। কোন বিষয়ে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী ও রাসূল পাঠিয়েছেন?
ক. যে পথে মানুষের কল্যাণ
খ. যে পথে মানুষের সুখ
গ. যে পথে মানুষের ভবিষ্যৎ হবে মঙ্গলময়
ঘ. উল্লিখিত সবগুলো
উত্তর: ঘ. উল্লিখিত সবগুলো।
৫৬. আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ কারা? ক. নবী-রাসূলগণ খ. সাধারণ মুসলমান
গ. বিধর্মীগণ ঘ. কাফেরগণ
উত্তর: ক. নবী-রাসূলগণ।
৫৭. ‘ওহি’ মানে কী?
ক. নিষ্পাপ খ. মহাজ্ঞানী
গ. আল্লাহ তাআলার বাণী ঘ. জ্ঞানী
উত্তর: গ. আল্লাহ তাআলার বাণী।
৫৮. কে নবী-রাসূলগণের কাছে ওহি নিয়ে আসতেন?
ক. হজরত মুহাম্মদ (সা.)
খ. হজরত জিবরাইল (আ.)
গ. হজরত আলী (রা.)
ঘ. হজরত ইবরাহিম (আ.)
উত্তর: খ. হজরত জিবরাইল (আ.)
৫৯. নবী-রাসূলগণের জীবনের লক্ষ্য কী ছিল?
ক. বিষয়-সম্পত্তির মালিক হওয়া
খ. মুসলমানদের শাসন করা গ. মুসলিম শাসন কায়েম করা ঘ. মানুষের কল্যাণ সাধন করা
উত্তর: ঘ. মানুষের কল্যাণ সাধন করা।
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল