১০ কোটি ইউনিট স্মার্টফোন বাজারে এনেছে হুয়াওয়ে

হুয়াওয়ে
হুয়াওয়ে

চলতি বছরের মে মাস পর্যন্ত ১০ কোটি ইউনিট স্মার্টফোন বাজারে এনেছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে। গতকাল শুক্রবার হুয়াওয়ের কনজুমার ব্যবসার স্মার্টফোন প্রোডাক্ট লাইন প্রেসিডেন্ট হি গ্যাং চীনের উহানের এক অনুষ্ঠানে এ কথা বলেছেন। অনুষ্ঠানে নোভা ৫ ফোন উন্মুক্ত করেছে হুয়াওয়ে। এ স্মার্টফোনে হুয়াওয়ের নতুন ৭ ন্যানোমিটার চিপসেট হাইসিলিকন কিরিন ৮১০ মডেল ব্যবহার করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত মে মাসে যুক্তরাষ্ট্রের ‘কালো তালিকাভুক্ত’ হওয়ার পর থেকে হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসায় ধস নেমেছে। বাজারে স্মার্টফোন ছাড়া কমিয়ে দিতে হয়েছে চীনা প্রতিষ্ঠানটিকে। হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেন ঝেংফেই গত সোমবার বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের এ বছর ৩০ বিলিয়ন মার্কিন ডলার আয় কমবে। গত মাসে চীনের বাইরে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ৪০ শতাংশ কমে গেছে।

গতকাল শুক্রবার হুয়াওয়ের বিজনেস গ্রুপ পৃথক এক বিবৃতিতে বলেছে, হুয়াওয়ের ওয়াচ জিটি স্মার্টওয়াচ গত অক্টোবরে বাজারে ছাড়ার পর ২০ লাখ ইউনিট বিক্রি হয়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির প্রতিবেদনের কথা উল্লেখ করে হুয়াওয়ে জানায়, বৈশ্বিক পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের বাজারে চলতি বছরের প্রথম প্রান্তিকে ২৮২ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে হুয়াওয়ের। তারা বিশ্বের শীর্ষ তিন পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের তালিকায় উঠে এসেছে।