স্মার্টফোন বিক্রি কমছে ৩.২%
মানুষ এখন ঘন ঘন ফোন পরিবর্তন করছে না। পুরোনো ফোন বেশি দিন ধরে রাখছে। ফলে নতুন প্রযুক্তি নিয়ে আসা প্রিমিয়াম স্মার্টফোন বিক্রি হচ্ছে সীমিত। চলতি বছরও পুরোনো ফোন ধরে রাখা মানুষের হার বেশি বলে নতুন স্মার্টফোন বিক্রি কম হবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর নতুন স্মার্টফোন বিক্রি ৩ দশমিক ২ শতাংশ কমবে, যা সময়ের মধ্যে সবচেয়ে বেশি। খবর আইএএনএস।
গার্টনারের বিশ্লেষক রঞ্জিত আতওয়াল বলেন, প্রিমিয়াম স্মার্টফোনের জীবনচক্র বাড়ছে। মানুষ দীর্ঘ সময় ফোন পরিবর্তন করছে না। নতুন প্রযুক্তি তাদের আকর্ষণ করছে না।
গার্টনারের পূর্বাভাস বলছে, ২০২০ সাল নাগাদ ৫-জি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোনের চল শুরু হলে তার বাজার শেয়ার দাঁড়াবে ১০ শতাংশে। ২০২৩ সাল নাগাদ ৫-জি সমর্থিত স্মার্টফোনের শেয়ার দাঁড়াবে ৫৬ শতাংশ।
আতওয়াল বলেন, অধিকাংশ স্মার্টফোন নির্মাতা ৫-জি প্রযুক্তি আসার অপেক্ষা করছে। এতে বর্তমান ৪-জি নেটওয়ার্কের গ্রাহকেরা স্মার্টফোন বদল করে নতুন স্মার্টফোন কিনবে।
গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, এ বছর স্মার্টফোন বিক্রির নেতিবাচক ধারা আগামী বছর বদলে যাবে। আগামী বছর ২ দশমিক ৯ শতাংশ বেশি বিক্রি হবে স্মার্টফোন। নতুন স্মার্টফোন বিক্রি বাড়াতে মোবাইল সরবরাহকারীরা ৫-জির নানা ফিচারের গুন গাইছেন। নতুন মোবাইলে দ্রুতগতির নেটওয়ার্ক, নিরাপত্তা সুবিধার কথা বলা হচ্ছে।
গার্টনারের হিসাব অনুযায়ী, চলতি বছর স্মার্টফোনের পাশাপাশি পিসি, ট্যাবলেটের বাজারেও নেতিবাচক চিত্র দেখা যাবে। এ বছর ডিভাইস বিক্রি ৩ দশমিক ৭ শতাংশ কমবে।