সাইবার হামলা থেকে রক্ষা পেতে সহজ পাসওয়ার্ড ব্যবহার না করার পরামর্শ দিয়ে থাকেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। কিন্তু কিছুতেই এ বিষয়ে ব্যবহারকারীদের সচেতন করা যাচ্ছে না। আর তাই সহজ পাসওয়ার্ড ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড সহজেই সংগ্রহ করে অনলাইনে বিক্রি করছে সাইবার অপরাধীরা।
আরও পড়ুন
সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিজিটাল শ্যাডোজের গবেষকেরা জানিয়েছেন, অনলাইনে ইউজার নেম ও পাসওয়ার্ড বিক্রি বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি ফাঁস হওয়া পাসওয়ার্ডের তালিকায় প্রথমেই রয়েছে ‘123456’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘123456789’ এবং ‘Qwerty’। এরপর রয়েছে যথাক্রমে ‘12345’, ‘Password’, ‘Qwerty123’, ‘1q2w3e’, ‘12345678’, ‘DEFAULT’ এবং ‘111111’।
সূত্র: জেডডিনেট