জার্মানির হ্যানোভারে ২০ মার্চ থেকে শুরু হয়েছে ডিজিটাল ব্যবসায় মেলা সিবিট ২০১৭। পাঁচ দিনের এ মেলা শেষ হচ্ছে আজ শুক্রবার। এবারের মেলার অংশীদার দেশ জাপান। প্রথম দিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মেলা উদ্বোধন করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
এবারের মেলায় প্রায় তিন হাজার প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করছে। অন্যদিকে প্রায় দুই লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে ধারণা করছেন আয়োজকেরা। কর্মস্থল থেকে ঘর পর্যন্ত, এবারের মেলার লক্ষ্য সবকিছুই ডিজিটাল।