সব দেশেই চালু হচ্ছে গুগলের অ্যাড ব্লকার
ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে ব্রাউজারে স্প্যাম বিজ্ঞাপন দেখানো বন্ধ করার উদ্যোগ নিয়েছে গুগল। ৯ জুলাই থেকে বিরক্তিকর পপআপ বিজ্ঞাপনসহ স্প্যামিং হিসেবে দেখানো হয়—এমন বিজ্ঞাপন প্রদর্শন করবে না গুগল ক্রোম।
গুগল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তাদের ক্রোম ব্রাউজের বিল্টইন অ্যাড ব্লকার বিশ্বের সব দেশে উন্মুক্ত করা হবে। গত বছর এ সুবিধা কেবল যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কয়েকটি দেশে চালু করা হয়। আগামী জুলাই মাস থেকে এটি অন্যান্য দেশে চালু হবে।
গুগল জানিয়েছে, বিজ্ঞাপন ফিল্টার করার কোনো লক্ষ্য নিয়ে কাজ করছে না তারা; বরং ইন্টারনেটকে নিরাপদ রাখতে চায়। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে মানসম্মত বিজ্ঞাপন দেখানোর বিষয়টি নিশ্চিত করতে চায় গুগল।
গত বছর থেকে কোয়ালিশন ফর বেটার অ্যাডস নামের একটি বাণিজ্য সংস্থার তৈরি নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপন দেখানো বন্ধ করে গুগল। ওই নীতিমালা অনুযায়ী, কোনো সাইট বাজে বিজ্ঞাপন নিতে পারবে না। যে সাইটে বারবার বিরক্তিকর বিজ্ঞাপন দেখানো হবে, সেখানে আর বিজ্ঞাপন দেখাবে না গুগল।