শাওমি আনল মি পকেট স্পিকার ২
দেশের বাজারে ‘মি পকেট স্পিকার ২’ নামের পোর্টেবল ব্লুটুথ স্পিকার আনল চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এ স্পিকারের মাধ্যমে স্মার্টফোনের বাইরে প্রথমবারের মতো নতুন প্রযুক্তিপণ্য দেশের বাজারে আনল প্রতিষ্ঠানটি।
স্পিকারটিতে রয়েছে ইন-বিল্ট প্রফেশনাল টিম্ফানি ৫ ওয়াট স্পিকার ড্রাইভার। এতে রয়েছে ১২০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি।
শাওমি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মি পকেট স্পিকার ২ বৈশ্বিক অডিও সংস্থা টিম্ফানির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ইন্টিগ্রেটেড ফ্যাব্রিক নেট ডিজাইনে আনা হয়েছে। টপ-মাউন্টেড কন্ট্রোল বাটনযুক্ত স্পিকারটিতে মিউজিকের ভলিউম বা প্লেব্যাক নিয়ন্ত্রণ করা যায় সহজে। ব্লুটুথ সমর্থিত ডিভাইসের জন্য উপযুক্ত স্পিকারটিতে রয়েছে ইন-বিল্ট মাইক্রোফোন অ্যানোডাইজড অক্সাইডের প্রলেপযুক্ত অ্যালুমিনিয়ামে তৈরি স্পিকারটিতে এলইডি ইন্ডিকেটরও রয়েছে। স্পিকারটির দাম পড়বে ২ হাজার ৯৯ টাকা।