লেনোভোর সবচেয়ে পাতলা ল্যাপটপ
দেশের বাজারে আইডিয়াপ্যাড সিরিজের নতুন এস ১৩০ মডেলের মিনি ল্যাপটপ এনেছে লেনোভো। ১.১৫ কেজি ওজনের ল্যাপটপটিতে রয়েছে ১১.৬ ইঞ্চি মাপের একটি এইচডি এলইডি ডিসপ্লে। ল্যাপটপটির ডিসপ্লে ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়।
সর্বোচ্চ ২.৬০ গিগাহার্টজ সমর্থিত ইন্টেলের সেলেরন ডুয়েল কোর এন ৪০০০ প্রসেসরের সঙ্গে ৪ জিবি ডিডিআর-ফোর র্যাম এবং ৫০০ জিবি হার্ড ড্রাইভ স্টোরেজ দেওয়া হয়েছে লেনোভোর ল্যাপটপটিতে। এতে ইন্টিগ্রেটেড গ্রাফিকস হিসেবে আছে ইন্টেল ইউএইচডি গ্রাফিকস ৬০০ সিরিজের চিপসেট।
ইনপুট পোর্ট হিসেবে আছে ২টি ইউএসবি থ্রি, একটি ইউএসবি টাইপ-সি, একটি এইচডিএমআই, মাইক্রো এসডি কার্ড রিডার এবং অডিও জ্যাক। সর্বোচ্চ ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এই ল্যাপটপটি।
অরিজিনাল উইন্ডোজ ১০ হোম সংস্করণের ল্যাপটপটি দুটি রঙে বাজারে পাওয়া যাবে। প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড ৩১ হাজার টাকায় ল্যাপটপটি বিক্রি করছে।