লিংকডইনে হবে অনলাইন বৈঠক, প্যানেল আলোচনা

সংগৃহীত

পেশাজীবীদের একে অপরের সঙ্গে আরও স্বাচ্ছন্দ্যে যোগাযোগের সুযোগ দিতে লাইভ অডিও ইভেন্টস প্ল্যাটফর্ম চালু করছে লিংকডইন। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ নাগাদ প্ল্যাটফর্মটির পরীক্ষামূলক সংস্করণ চালু হতে পারে। এটি চালু হলে লিংকডইনের সব ভার্চ্যুয়াল ইভেন্ট প্ল্যাটফর্মে অনলাইন বৈঠক, প্যানেল আলোচনা আয়োজন করার পাশাপাশি অংশও নেওয়া যাবে। ফলে অংশগ্রহণকারীরা লাইভ অনুষ্ঠানের আদলে একে অপরের সঙ্গে কথা চালিয়ে যেতে পারবেন। অডিওর পাশাপাশি শিগগিরই প্ল্যাটফর্মটিতে ভিডিও-সুবিধা চালু হবে।

প্ল্যাটফর্মটি লিংকডইনের টুলগুলোর সঙ্গেই বিল্টইনভাবে যুক্ত করা হবে। টুইটারসহ বিভিন্ন সাইটে অডিও সেবা ব্যবহারের জন্য অর্থ গুনতে হলেও লিংকডইনে বিনা মূল্যে ব্যবহার করা যাবে।

সূত্র: দ্য ভার্জ