রোবট ও ড্রোন চালানোর কোডিং শিখল কুমিল্লার শিক্ষার্থীরা
স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমের গেম তৈরির পাশাপাশি আলফা ওয়ান প্রো রোবট ও ড্রোন পরিচালনার প্রয়োজনীয় কোডিং শিখল কুমিল্লার বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী। গতকাল রোববার কুমিল্লা জিলা স্কুল মিলনায়তনে আয়োজিত রোবোটিকস, প্রোগ্রামিং ও বিজ্ঞানবিষয়ক কর্মশালায় শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
কর্মশালায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। প্রোগ্রামিং ও কোডিং বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আগামী জুনে কুমিল্লায় বঙ্গবন্ধু রোবোটিকস ও প্রোগ্রামিং অলিম্পিয়াড আয়োজনের কথা জানান তিনি।
জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার প্রথম পর্বে গণিতের বিভিন্ন সমস্যা সমাধানের প্রাথমিক ধারণা দেওয়া হয়। দ্বিতীয় পর্বে স্ক্র্যাচ প্রোগ্রামিং ব্যবহার করে গেম তৈরির কৌশলসহ আলফা ওয়ান প্রো রোবট পরিচালনা ও ড্রোন ওড়ানোর জন্য প্রয়োজনীয় কোডিং শেখানো হয়।
কর্মশালা পরিদর্শন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় ভবিষ্যতে শিশু-কিশোরদের প্রোগ্রামিং ও রোবোটিকস প্রশিক্ষণের আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও রোবোটিকস বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দিতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে চালু করা হয়েছে রোবোটিকস ও প্রোগ্রামিং ল্যাব (ফ্যাবল্যাব)।