২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রংপুর ও কুষ্টিয়ায় নিবন্ধন চলছে

রংপুর ও কুষ্টিয়ায় সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্বের নিবন্ধন শুরু হয়েছে। 
আগামী ১৯ মে মঙ্গলবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রংপুরের এবং ২০ মে বুধবার কুষ্টিয়া পৌর মিলনায়তনে কুষ্টিয়ার বিজ্ঞান জয়োৎসব অনুষ্ঠিত হবে।
দেশের শিক্ষার্থীদের বিজ্ঞানের কর্মপদ্ধতি, মূল বিষয় ও বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ।
জয়োৎসবের বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে অংশ নেওয়া যাবে। ক্যাটাগরিগুলো হলো প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি ও সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ও সমমান) ও সেকেন্ডারি (নবম থেকে দশম শ্রেণি ও সমমান)।
এ ছাড়া বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় জুনিয়র (ষষ্ঠ থেকে নবম শ্রেণি ও সমমান) এবং সিনিয়র (দশম শ্রেণি-এইচএসসি এবং পলিটেকনিক চতুর্থ সেমিস্টার ও সমমান) ক্যাটাগরিতে অংশ নেওয়া যাবে। এই দুই গ্রুপে প্রকল্প নিয়ে একক বা দলগতভাবে অংশ নিতে প্রতিযোগীরা। একটি দলে সর্বোচ্চ তিনজন সদস্য থাকতে পারবে। দলের সদস্যদের একই গ্রুপের হতে হবে। তবে একই শিক্ষাপ্রতিষ্ঠানের না হলেও চলবে।
প্রকল্পগুলো ভৌতবিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি ও পরিবেশ এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের হতে হবে। একজন শিক্ষার্থী একক বা দলগতভাবে কেবল একটি প্রকল্প জমা দিতে পারবে।
দিনব্যাপী জয়োৎসবে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা ছাড়াও আনন্দময় বিজ্ঞান শিক্ষা বিষয়ক মুক্ত সেমিনার, বিজ্ঞানের কার্যপদ্ধতি সম্পর্কে পোস্টার প্রদর্শনী ও বিজ্ঞান গবেষণার বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা হবে।
কুইজ ও বিজ্ঞান প্রকল্পের বিজয়ীরা ঢাকায় জাতীয় জয়োৎসবে অংশগ্রহণের সুযোগ পাবে।
জাতীয় জয়োৎসবের বিজয়ীদের একটি দল একজন নোবেল বিজয়ী বিজ্ঞানীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে। জাতীয় বিজয়ীদের গুগল বিজ্ঞান মেলাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশগ্রহণে সহায়তা করা হবে।

রংপুরের জন্য নিবন্ধন করা যাবে প্রথম আলোর রংপুর অফিসে। অফিসটি শহরের কাচারী বাজারে আইনজীবী সমিতি ভবনে অবস্থিত। যোগাযোগ নম্বর: ০১৭১১০৭০৬৭৪।

কুষ্টিয়ার জন্য নিবন্ধন করা যাবে শিল্পকলা একাডেমির সামনে প্রথম আলোর কুষ্টিয়া অফিসে। যোগাযোগ নম্বর: ০১৭১৭৪৪৫৫০৪।

নিবন্ধনে আগ্রহীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, পরীক্ষার প্রবেশপত্র বা বেতনের রসিদসহ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সিটি ব্যাংক ও প্রথম আলো দেশব্যাপী এই বিজ্ঞান জয়োৎসবের আয়োজন করেছে। এতে সারা দেশের ১৫টি স্থানে অনুষ্ঠিত হবে আঞ্চলিক উৎসব। গত ৫ মে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে:
http://www.prothomalo.com/carnivalofscience

এ ছাড়া জয়োৎসবের ফেসবুক পেজ তো রয়েছেই:
https://www.facebook.com/CarnivalofScience