মুঠোফোনে ওয়েবসাইট দেখুন ডেস্কটপের আদলে

সাফারি ব্রাউজারে মুঠোফোন সংস্করণছবি : স্ক্রিনশট

মুঠোফোনে বেশির ভাগ ওয়েবসাইটেরই ডেস্কটপ সংস্করণ দেখা যায় না। ফলে প্রয়োজনীয় অনেক তথ্য চোখের আড়ালে থেকে যায়। এ জন্য অনেক ওয়েবসাইটেই মুঠোফোন থেকে ডেস্কটপ সংস্করণ দেখার জন্য আলাদা ট্যাব থাকে। তবে বেশির ভাগ ওয়েবসাইটেই এ সুযোগ মেলে না। চাইলে ব্রাউজারের অপশন পরিবর্তন করে মুঠোফোনেই ওয়েবসাইটের ডেস্কটপ সংস্করণ দেখা যায়। জনপ্রিয় ব্রাউজারগুলোতে কীভাবে এ সুবিধা পাওয়া যাবে, তা নিচে দেওয়া হলো।

ক্রোম ব্রাউজারে মুঠোফোন সংস্করণ
ছবি : স্ক্রিনশট

ক্রোম ব্রাউজার:

যে ওয়েবসাইট দেখতে চান সেটি প্রথমে চালু করতে হবে। এবার নিচের ডানদিকের তিনটি ডট মেনুতে ক্লিক করুন। অনেক অপশনের মাঝে Desktop site অপশনটি নির্বাচন করলে মোবাইলে সাইটটি ডেস্কটপ সংস্করণে দেখা যাবে। আবার মোবাইল সংস্করণ ব্যবহার করতে চাইলে ডেক্সটপ সাইটের টিক মার্ক তুলে দিতে হবে।

ফায়ারফক্স ব্রাউজার:

অন্যান্য ব্রাউজারের মতো ফায়ারফক্সে অপশনটির দেখা মিলবে ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে। এতে ক্লিক করে Request desktop site এ ট্যাপ করলেই যেকোনো সাইটের ডেস্কটপ সংস্করণ চালু হবে।

ফায়ারফক্স ব্রাউজারে মুঠোফোন সংস্করণ
ছবি : স্ক্রিনশট
সাফারি ব্রাউজারে মুঠোফোন সংস্করণ
ছবি : স্ক্রিনশট

সাফারি ব্রাউজার:

ওয়েবসাইট চালুর পর নিচের দিকে থাকা AA আইকনে ট্যাপ করলেই Request Desktop Website অপশন দেখা যাবে। অপশনটিতে ক্লিক করলেই মোবাইল থেকে ডেস্কটপ সংস্করণ চালু হবে।

স্যামসাং ব্রাউজার:

ব্রাউজারটি দিয়ে পছন্দের ওয়েবসাইটে প্রবেশ করে খাড়াভাবে থাকা তিনটি লাইন আইকন ট্যাপ করতে হবে। এবার Desktop version আইকনে ক্লিক করলেই ওয়েবসাইটটির ডেস্কটপ সংস্করণ দেখা যাবে।

স্যামসাং ব্রাউজারে মুঠোফোন সংস্করণ
ছবি : স্ক্রিনশট