বিশ্বের প্রথম সর্বোচ্চ রিফ্রেশ রেটের মনিটর বাজারে
দেশের বাজারে দ্রুততম রিফ্রেশ রেটের গেমিং মনিটর আনছে আসুস। টাফ এবং আরওজি গেমিং লাইন-আপের মোট ৩টি মনিটর ফুল এইচডি রেজুলেশনে সর্বোচ্চ ২৮০ হার্টজ এবং কোয়াড এইচডি রেজুলেশনে ১৭০ হার্টজে কাজ করতে সক্ষম।
টাফ সিরিজের দুটি গেমিং মনিটর ভিজি ২৭৯ কিউএম ও ভিজি ২৫৯ কিউএম নামের দুটি গেমিং মনিটর ফুল এইচডি রেজুলেশনে সাধারণ ২৪০ হার্টজ ছাড়িয়ে সর্বোচ্চ ২৮০ হার্টজ পর্যন্ত কার্যক্ষমতার। আসুস আরওজি স্ট্রিক্স এক্সজি ২৭৯ কিউ গেমিং মনিটরটি কোয়াড এইচডি রেজুলেশনে সর্বোচ্চ ১৭০ হার্টজ ক্ষমতাসম্পন্ন। গ্রাহক পর্যায়ের মনিটরের মধ্যে এ মনিটরগুলো বিশ্বের প্রথম গেমিং মনিটর যাদের রিফ্রেশ রেট সর্বোচ্চ ২৮০ হার্টজ এবং ১৭০ হার্টজ পর্যন্ত যেতে পারে।
দ্রুতগতির আইপিএস প্রযুক্তির মাধ্যমে আসুসের তিনটি মনিটর ১ মিলিসেকেন্ড (গ্রে-টু-গ্রে) রেসপন্স টাইম দিতে সক্ষম। সাধারণ আইপিএস প্যানেলের তুলনায় আসুসের মনিটরগুলো ৪ গুন বেশি কার্যক্ষম। আসুসের মনিটরগুলো আসুস এক্সট্রিম লো মোশন ব্লার সিংক এবং এনভিডিয়া জি-সিংক প্রযুক্তি সমর্থিত। এতে গেমিংয়ে মোশন ব্লার, ইমেজ গোস্টিং এবং স্ক্রিন টিয়ারিংয়ের সমস্যাগুলো সমাধান করে। মনিটরগুলোতে ৯৯ শতাংশ এসআরজিবি, আরওজি স্ট্রিক্স এক্সজি ২৭৯ কিউ ৯৫ শতাংশ ডিসিআই-পি কালার গ্যামুট এবং ১০০০: ১ কন্ট্রাস্ট রেশিও সমর্থন করে। এছাড়া ডিসপ্লে এইচডিআর ৪০০ সার্টিফায়েড।
গেমিং সিরিজের মনিটরগুলোর দাম এখনো প্রকাশ করেনি আসুস কর্তৃপক্ষ। দেশের বাজারে এসব মনিটর বিপণনে কাজ করবে গ্লোবাল ব্র্যান্ড।