ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট
অনেকেই ফ্রিল্যান্সিং খাতে ক্যারিয়ার গড়তে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়টিকে বেছে নেন। কিন্তু যাঁরা এ ক্ষেত্রে আসার কথা ভাবছেন তাদের কিছু কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বলতে হয়, তাহলে এখানে মূলত দুটি ভাগ:
১. ওয়েব ডিজাইন তথা এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট
২. ওয়েব ডেভেলপমেন্ট তথা ওয়েব প্রোগ্রামিং
মনে রাখা জরুরি, একজন ভালো ওয়েব প্রোগ্রামার হতে হলে আগে ভালো ওয়েব ডিজাইনার হতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েব প্রোগ্রামিং শেখার প্রথম ধাপ হলো ওয়েব ডিজাইন। এ জন্য আপনাকে প্রথমেই শিখতে হবে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট (বিশেষভাবে প্রয়োজন জেকোয়েরির মতো কোনো লাইব্রেরি )। তারপর মূলত ওয়েব প্রোগ্রামিং যেমন পিএইচপি, এএসপি ডটনেট, জাভা বা অন্য কোনো প্রোগ্রামিং ভাষা। তবে বলতে পারেন, পিএইচপির কাজ বর্তমানে সবচেয়ে বেশি।
ফ্রিল্যান্সিংয়ের জন্য ওয়েব ডেভেলপমেন্ট শিখতে অনেকেই প্রশিক্ষণকেন্দ্রের খোঁজ করেন। তবে শুরুতেই কোথাও যাওয়ার প্রয়োজন নেই। নিজে আগে বেসিক বিষয়গুলো আয়ত্ত করতে হবে। এখন গুগল আর ইউটিউব হতে পারে আপনার সবচেয়ে ভালো শিক্ষক। যদি ইংরেজি ভালো বোঝেন, তবে লিনডা ডটকমের (lynda. com) ভিডিও টিউটরিয়ালগুলো দেখুন। এরপরও মনে কোনো প্রশ্ন থাকলে আপনার পরিচিত বা আশপাশে যাঁরা ফ্রিল্যান্সিং বিষয়ে অভিজ্ঞ, তাঁদের জিজ্ঞেস করুন।
মনে রাখবেন, আপনি যেখানেই শিখতে যাবেন বা যেখান থেকেই শিখুন না কেন, দিন শেষে কিন্তু আপনাকে পরিশ্রম করতেই হবে, তা না হলে এখানে আপনার সবকিছুই বৃথা যাবে। ভাসা-ভাসা ধারণা বা এরূপ দক্ষতা নিয়ে আপওয়ার্ক বা যেকোনো মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ পাওয়ার চিন্তা করলে হতাশ হয়ে পড়বেন। মনে রাখবেন, অন্যদের থেকে নিজেকে আলাদা করতে হলে পরিশ্রমটাও অন্যদের চেয়ে বেশিই দিতে হবে জীবনে। ধৈর্য নিয়ে লেগে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।