ফোরজি পয়েন্ট বাড়াল বাংলালিংক
গ্রাহকসেবা বাড়াতে ফোরজি নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। নতুন করে এক হাজার সাইট ফোরজিতে রূপান্তরের পাশাপাশি আরও ৪০০টি স্থানে নেটওয়ার্ক সম্প্রসারণ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলালিংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে সর্বোচ্চ স্পেকট্রাম কিনে ফোর-জি চালু করার পর থেকে বাংলালিংক নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে এবং প্রতিটি প্রান্তিকে ভালো ফল পাচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংকের মোট আয় বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। ডেটা থেকে বাংলালিংকের আয় বেড়েছে ২৮ শতাংশ।
নেটওয়ার্ক সম্প্রসারণ উপলক্ষে সম্প্রতি গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা উপাঙ্গা দত্ত, প্রযুক্তি কর্মকর্তা পিয়েরে বউট্রস ওবায়েদ ও প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।
উপাঙ্গা দত্ত বলেন, গ্রাহককে উন্নত সুবিধা দিতে আরও ফোরজি পয়েন্ট চালু করা হচ্ছে। নেটওয়ার্ক সুবিধা বাড়িয়ে গ্রাহক সন্তুষ্টিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।