ফেসবুকের তথ্য চুরি করছিল কার্টুন অ্যাপ

‘ক্র্যাফটসার্ট কার্টুন ফটো টুলস’ অ্যাপঅ্যানড্রয়েডপুলিশ

স্মার্টফোনের ক্যামেরায় তোলা ছবি সরাসরি স্কেচ ও কার্টুনে রূপান্তরের প্রলোভনে ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড চুরি করছিল ‘ক্র্যাফটসার্ট কার্টুন ফটো টুলস’ অ্যাপ। গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরেও জায়গা করে নিয়েছিল অ্যাপটি। ফলে ব্যবহারকারীরা নিশ্চিন্তে অ্যাপটি ব্যবহার করতেন। ম্যালওয়্যার থাকার অভিযোগ পাওয়ার পর প্লে স্টোর থেকে অ্যাপটি মুছে ফেলেছে গুগল। তবে মুছে ফেলার আগে বিশ্বজুড়ে প্রায় এক লাখবার নামানো হয়েছে অ্যাপটি।

ফ্রান্সে মুঠোফোনের নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘প্রাডেও’র একদল গবেষক জানিয়েছেন, কার্টুন তৈরির অ্যাপটিতে ফেসস্টিলার নামের ভয়ংকর ট্রোজান ম্যালওয়্যার রয়েছে। মুঠোফোনে ডাউনলোড করলেই অ্যাপটি গোপনে ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে থাকে। শুধু তা-ই নয়, স্কেচ বা কার্টুন তৈরির জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে ফেসবুকে লগইন করতে বাধ্য করে। ওয়েবসাইটটিতে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড লিখলেই সেটি সংগ্রহ করে হ্যাকারদের কাছে পাঠাত অ্যাপটি।

আইডি ও পাসওয়ার্ড সংগ্রহের পর গোপনে ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্যের পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন তথ্য এবং ছবি সংগ্রহ করে অনলাইনে বিক্রি করত হ্যাকাররা। আর তাই নিরাপদ থাকতে মুঠোফোন থেকে অ্যাপটি মুছে ফেলার আহ্বান জানিয়েছে গুগল।

সূত্র: অ্যানড্রয়েডপুলিশ