প্রযুক্তি সাংবাদিকদের জন্য ক্লাউড কম্পিউটিং কর্মশালা
তথ্যপ্রযুক্তির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ডিজিটাল নিরাপত্তা জোরদারে বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে উন্নত প্রযুক্তির ব্যবহার। ডেস্কটপ-ল্যাপটপ কম্পিউটার ও ক্ষুদ্র আকারের ডেটা সেন্টারের বদলে বিশ্বব্যাপী সমৃদ্ধ হচ্ছে ক্লাউড সিস্টেম। নিজেদের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বিলিয়ন ডলারের বাজার ধরতে দেশীয় ক্লাউড সেবায় গুরুত্ব দিতে হবে। গতকাল সোমবার বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) উদ্যোগে ও প্লেক্সাস ক্লাউডের সহযোগিতায় রাজধানীর সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে ‘দ্য ফিউচার অব ক্লাউড কম্পিউটিং শীর্ষক কর্মশালায় এই আহ্বান জানানো হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিআইজেএফের সভাপতি মোজাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান জাকিরসহ অনেকে।
কর্মশালায় মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘আইসিটি খাতে বাংলাদেশ ভালো করছে। তবে সেটি দারুণভাবে হচ্ছে, এটি বলা যাবে না। আমরা বিদেশিদের যতটা কদর করি, সে তুলনায় দেশের তরুণেরা সুযোগ পান না। এদিকে নজর রাখতে হবে।’
কর্মশালাটি পরিচালনা করেন ওপেনসোর্স ভিত্তিক ক্লাউড কম্পিউটিং বিশেষজ্ঞ এবং প্লেক্সাসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসাইন। তিনি বলেন, ‘২০২২ সালে ক্লাউড কম্পিউটিংয়ের বাজার হবে ৩৩ হাজার ১০০ কোটি ডলার। ডিজিটাল বাংলাদেশ তৈরিতে এ খাতে আমাদেরও সুযোগ রয়েছে। এই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে।’
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে বিআইজেএফে যুক্ত হওয়া নতুন ১৯ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।