পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর
‘অ্যান্ড্রয়েড ১১’ বা ‘অ্যান্ড্রয়েড ১২’ অপারেটিং সিস্টেমে আগের সংস্করণের তুলনায় শক্তিশালী নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধা রয়েছে। কিন্তু সবার পক্ষে হালনাগাদ অপারেটিং সিস্টেমে চলা দামি স্মার্টফোন কেনা সম্ভব হয় না। বিষয়টি মাথায় রেখে পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তায় অ্যাপের কার্যক্রম নিয়ন্ত্রণের সুযোগ চালু করতে যাচ্ছে গুগল। এরই মধ্যে ফিচারটি চালুর জন্য কাজও শুরু করেছে তারা। সবকিছু ঠিক থাকলে ‘গুগল প্লে প্রটেক্ট’–এর হালনাগাদ সংস্করণে এ সুযোগ মিলবে।
গুগল প্লে স্টোর থেকে নামানোর সময় বেশির ভাগ অ্যাপই ব্যবহারকারীদের কাছ থেকে অবস্থানের তথ্যসহ স্মার্টফোনে থাকা নম্বর, মাইক্রোফোন বা ক্যামেরা চালুর অনুমতি নিয়ে থাকে। ফলে অ্যাপগুলো চাইলেই যেকোনো ব্যক্তির অবস্থানসহ বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহ করতে পারে। এতে ব্যবহারকারীদের গোপন তথ্য পাচারের আশঙ্কা থাকে।
বিনোদন বা কাজের প্রয়োজনে স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করলেও সেগুলোর বেশির ভাগই নিয়মিত ব্যবহার করা হয়ে ওঠে না। ব্যবহার না করলেও অ্যাপগুলো নিয়মিত তথ্য সংগ্রহ করতে থাকে। সমস্যা সমাধানে ‘গুগল প্লে প্রটেক্ট’ ফিচারের মাধ্যমে স্মার্টফোনে অব্যবহৃত অ্যাপগুলোর অনুমতি স্থগিত করার সুযোগ দিয়ে থাকে গুগল।
‘অ্যান্ড্রয়েড ১১’ ও ‘অ্যান্ড্রয়েড ১২’ অপারেটিং সিস্টেমে চলা সব স্মার্টফোনেই ‘গুগল প্লে প্রটেক্ট’ ফিচারের মাধ্যমে স্মার্টফোনের অব্যবহৃত অ্যাপগুলোকে দেওয়া অনুমতি স্থগিত করা যায়। নতুন এ উদ্যোগের আওতায় পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনেও এ সুযোগ মিলবে। ফলে নিয়মিত ব্যবহার না করা অ্যাপগুলো স্মার্টফোন থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া