হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যায়। এ জন্য বার্তা পাঠানোর আগেই সেগুলো মুছে যাওয়ার সময় নির্ধারণ করে দিতে হবে। স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে ফেলার জন্য প্রথমে মুঠোফোনে হোয়াটসঅ্যাপ চালু করে ওপরের ডান কোনায় থাকা তিনটি ডট আইকনে ক্লিক করে Settings অপশনে প্রবেশ করতে হবে। এবার Account অপশনে ক্লিক করে Privacy নির্বাচন করতে হবে।
Privacy-এর নিচে থাকা Default Message Timer নির্বাচন করলেই ২৪ ঘণ্টা, ৭ ও ৯০ দিনের তিনটি অপশন দেখা যাবে। যেকোনো একটি সময় নির্বাচন করলেই আপনার পাঠানো বার্তা নির্ধারিত সময় পর মুছে যাবে। অর্থাৎ আপনি যদি ২৪ ঘণ্টা অপশন নির্বাচন করেন, তবে আপনার পাঠানো বার্তা ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। সেবাটি ব্যবহার করতে না চাইলে সময় নির্ধারণের সেটিংস থেকে Off অপশন নির্বাচন করতে হবে।