নতুন অ্যান্ড্রয়েডে গুরুত্ব পাচ্ছে গোপনীয়তা
ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণে অতিরিক্ত সুবিধা দিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণে গোপনীয়তা ব্যবস্থায় নতুনত্ব আনছে গুগল। সম্প্রতি এক ব্লগপোস্টে এ ঘোষণা দেওয়া হয়। সে ব্লগপোস্টে আরও বলা হয়েছে, আসন্ন অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে তৃতীয় পক্ষের কোনো অ্যাপের সঙ্গে অবস্থানের তথ্য ভাগাভাগির ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে সাময়িকভাবে।
অনেক সময় চালু না থাকলেও অসংখ্য অ্যাপ ব্যবহারকারীর অবস্থান–সংক্রান্ত তথ্য সংগ্রহ করে রাখে। অধিকাংশ অ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান এসব তথ্য-উপাত্ত গবেষণার জন্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দেয়। ঠিকঠাক অনুমতি না নিয়ে অবস্থান পর্যবেক্ষণ করা অনধিকার চর্চা এবং ব্যবহারকারীর গোপনীয়তার পরিপন্থী।
তাই নতুন সংস্করণে সুবিধাটি বেছে নেওয়ার পর ব্যবহারকারী যতক্ষণ অ্যাপ চালু রাখবে, ততক্ষণ তথ্য সংরক্ষণ করতে পারবে। পরে ব্যবহারের সময় আবার অনুমোদনের প্রয়োজন হবে। তবে হালনাগাদকৃত অপারেটিং সিস্টেমটি পেতে আরও অপেক্ষা করতে হবে। চলতি বছরের সেপ্টেম্বরে অ্যান্ড্রয়েড ১১ ছাড়া হতে পারে বলে জানানো হয়। সূত্র: ম্যাশেবল