দেশের বাজারে সিম্ফনির নতুন দুই স্মার্টফোন
দেশের বাজারে আই ৬৫ ও আর ৪০ নামে নতুন দুটি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে সিম্ফনি মোবাইল। আজ রোববার রাজধানীতে সিম্ফনির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে স্মার্টফোন দুটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
অ্যান্ড্রয়েড ৮.১ গো এবং ডুয়েল ফোর জি সমৃদ্ধ আই ৬৫ স্মার্টফোনটিতে রয়েছে ৫ দশমিক ৪৫ ইঞ্চি ফুল ভিশন আইপিএস ডিসপ্লে। এতে অন স্ক্রিন নেভিগেশন বাটন রয়েছে। ফোনটিতে রয়েছে এক জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ২৫০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে।
চার হাজার এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড পাই ৯.০ চালিত আর ফোরটি স্মার্টফোনটিতে ৫ দশমিক ৪৫ ইঞ্চি ফুল ভিশন আইপিএস ডিসপ্লে, এক জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
এতে পেছনের দিকে ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনের দাম ৬ হাজার ১৯০ টাকা।