দেশে নকিয়ার নতুন ফোন
দেশের বাজারে নতুন স্মার্টফোন নকিয়া ৮.১ এনেছে নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন নির্মাতা ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল। সম্প্রতি নগরীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রিকেটার ক্রিস গেইল এবং অ্যালেক্স হেলস নতুন ফোনটি উদ্বোধন করেন। এইচএমডির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এইচএমডি গ্লোবাল জানিয়েছে, উন্নত ক্যামেরা সেন্সর, জেডইআইএসএস অপটিক্স এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) রয়েছে ফোনটিতে। নতুন ফ্ল্যাগশিপ এ ফোনটিতে রয়েছে ৬ দশমিক ১৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং দুই দিনের ব্যাটারি লাইফ। অ্যান্ড্রয়েড ৯ পাই চালিত ফোনটির দাম ৪৪ হাজার টাকা।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এইচএমডির বৈশ্বিক প্রধান রবি কানওয়ার বলেন, অ্যান্ড্রয়েড ৯ পাইয়ের অভিজ্ঞতা যুক্ত হয়েছে এতে। নতুন ডিজিটাল ওয়েলবিং বৈশিষ্ট্যসহ সর্বশেষ অ্যান্ড্রয়েড সুবিধা পাওয়া যাবে। এর পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি ৩৫০০ এমএএইচ।