দেশে অনরের যাত্রা শুরু
দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মোবাইল ব্র্যান্ড অনর। এটি হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হিসেবে পরিচিত। সম্প্রতি বসুন্ধরা সিটিতে নতুন আউটলেট খোলার মাধ্যমে এর যাত্রা শুরু হয়। দেশে অনরের প্রথম ব্র্যান্ড-শপের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক মি. রিচার্ড। শুরুতে ফ্ল্যাগশিপ অনার ৮ এক্স-সহ তিনটি মডেলের স্মার্টফোন দেশে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
দেশে অনর ব্র্যান্ডের বিপণনের কাজ করছে এসিডি গ্লোবাল বিজনেস লিমিটেড (অনর স্মার্টফোন বাংলাদেশ অপারেশন)।
অনর কর্তৃপক্ষ জানিয়েছে, অনর ব্র্যান্ডের ফোন তৈরি করে হুয়াওয়ে। তবে এরপর এর বিপণন ও ব্র্যান্ডিং অনর ব্র্যান্ডের অধীনে করা হয়। দেশে আউটলেট বাড়ানোর পরিকল্পনা করছে অনর কর্তৃপক্ষ।
প্রথমে চারটি মডেলের স্মার্টফোন নিয়ে অনরের কার্যক্রম বাংলাদেশে শুরু হয়েছে। ফোনগুলোর দাম ৯ হাজার ৫৯৯ টাকা থেকে শুরু ২১ হাজার ৯০০ টাকার মধ্যে।