দেশীয় স্টার্টআপ ইকোসিস্টেম শীর্ষক সেমিনার
দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের বর্তমান অবস্থা, স্টার্টআপদের বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান এবং সম্ভাবনা বিষয়ে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেম: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) এ সেমিনার আয়োজন করে।
সেমিনারে আমন্ত্রিত উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। আইডিয়া প্রকল্পের আওতাভুক্ত প্রায় ৫০টি স্টার্টআপ থেকে শতাধিক উদ্যোক্তা এই সেমিনারে অংশ নেন। সেমিনারে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক, উপপ্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা, অপটিম্যাক্স কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল বাহার প্রমুখ।
সেমিনার শেষে আইডিয়া প্রকল্পের স্টার্টআপদের দক্ষতা উন্নয়নমূলক কোর্স ‘আইডিয়া বেসিকস্ ১০১’-এর সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।