ডিজিটাল পেমেন্টে কিউআর কোড
ডিজিটাল পেমেন্ট পদ্ধতির জন্য কিউআর কোড পদ্ধতি চালু হয়েছে দেশে। সম্প্রতি ব্যাংক এশিয়া নতুন ডিজিটাল পেমেন্ট সেবাপদ্ধতি হিসেবে এটি চালু করেছে। এ প্রযুক্তি তৈরি করেছে দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান কনা সফটওয়্যার ল্যাব।
সম্প্রতি রাজধানীর পল্টনে ব্যাংক এশিয়া কার্যালয়ে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনাওয়ার হোসেন তানজিলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, কিউআর কোডের মাধ্যমে যে সেবা চালু হলো, এটি আসলে ভবিষ্যৎ প্রজন্মের সেবা। এখন আর সেই যুগ নেই যে পকেটে অনেক টাকা নিয়ে ঘুরতে হবে, পেমেন্ট করতে হবে। এখন সব পেমেন্ট হবে ডিজিটাল মাধ্যমে। ভবিষ্যতে সব আর্থিক লেনদেন হবে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে। এই লেনদেনকে আমরা বলতে পারি ‘হ্যাসেললেস পেমেন্ট সিস্টেম’।
কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনাওয়ার হোসেন তানজিল বলেন, ‘ডিজিটাল পেমেন্ট’ এখন সব থেকে নিরাপদ একটি পেমেন্ট পদ্ধতি, যদি সঠিক প্রযুক্তি ব্যবহার করা হয়। বিজ্ঞপ্তি।