জিমেইলে নতুন সুবিধা
জিমেইল ব্যবহারকারীদের জন্য আরও একটি সুবিধা আনল গুগল। এখন বিরক্তিকর মেইল থেকে সহজেই মুক্ত থাকতে এসব মেইল আনসাবস্ক্রাইব করতে পারবেন জিমেইল ব্যবহারকারীরা। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
অনেক সময় জিমেইল ব্যবহারকারীদের ইনবক্সে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক মেইল, সামাজিক যোগাযোগের বার্তা বা ফোরামের অনেক মেইল এসে ভর্তি হয়ে যায়। আনসাবসক্রাইব অপশনটি মেইলের ওপরদিকে মেইল প্রেরকের ঠিকানার পাশে লিংক আকারে থাকবে। তবে মেইল প্রেরকের জন্য সুবিধা হচ্ছে এই মেইলে তাঁরা আনসাবসক্রাইব লিংক জুড়ে না দিলে প্রেরক সেই লিংকটি দেখতে পাবে না। তখন অবশ্য প্রেরকের মেইলটিকে সহজেই স্প্যাম মেইল হিসেবে শনাক্ত করতে পারবেন মেইল প্রাপক।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, আনসাবসক্রাইব অপশন মেইল প্রেরক ও গ্রহীতা উভয়ের জন্যই সুবিধাজনক। জিমেইল আপনাকে বিভিন্ন ব্র্যান্ড, সামাজিক যোগাযোগের তথ্য, আলোচনাসহ বিভিন্ন বিষয় হালনাগাদ তথ্য জানার সুযোগ দেয়। কিন্তু অনেক সময় অনেক মেইল আনসাবসক্রাইব করার প্রয়োজন হয়। আনসাবস্ক্রাাইব অপশনটি সেই সুবিধা দেবে।