জাকারবার্গ দম্পতির আরেক অনন্য উদ্যোগ
পুরো বিশ্বের মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার চেয়েও বড় একটি লক্ষ্য রয়েছে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের। এই বিশ্ব থেকে চলতি শতকের শেষ নাগাদ সব রোগবালাই দূর করার স্বপ্ন দেখছেন জাকারবার্গ দম্পতি।
আগামী এক দশকের মধ্যে বৈজ্ঞানিক গবেষণাকাজে ৩০০ কোটি মার্কিন ডলার দানের ঘোষণা দিয়েছেন জাকারবার্গ দম্পতি। এর মধ্যে রয়েছে গবেষণা টুল তৈরি, রোগ নির্ণয়ে এখনো অনাবিষ্কৃত পদ্ধতি খুঁজতে প্রয়োজনীয় হার্ডওয়্যার-সফটওয়্যার তৈরি প্রভৃতি। তাঁরা আশা করছেন, এর ফলে গত প্রজন্মের মাইক্রোস্কোপ কিংবা ডিএনএ সংশ্লেষের মতো নতুন নতুন পদ্ধতি বের হবে।
জাকারবার্গের ভাষ্য, তাঁদের লক্ষ্য হচ্ছে আগামী ৮০ বছর বা তার চেয়ে বেশি কিছু সময়ের মধ্যে সব রোগ নির্মূল, প্রতিরোধ কিংবা ঠেকানো। জাকারবার্গ লিখেছেন, যে গতিতে চিকিৎসা ও বিজ্ঞান এগোচ্ছে, তাতে এই শতকের শেষ নাগাদ অধিকাংশ সমস্যা সমাধান করে ফেলা যাবে।
জাকারবার্গ দম্পতি তাঁদের চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ নামের দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে শুরুতে ৬০ কোটি মার্কিন ডলার দিয়ে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একটি গবেষণা কেন্দ্র নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। জাকারবার্গের এই সেন্টারের নাম হতে পারে বায়োহাব। এটি পরিচালনার দায়িত্বে থাকবেন স্নায়ুবিদ কোরি বার্গম্যান।
উল্লেখ্য, গত বছরের শেষের দিকে মেয়ে ম্যাক্সের জন্মের সময় মোট সম্পদের ৯৯ শতাংশ দাতব্য কাজে ব্যয় করার ঘোষণা দেন জাকারবার্গ দম্পতি। জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলারের কাছাকাছি।
তথ্যসূত্র : নিউইয়র্ক টাইমস