গুগল ম্যাপে পথ চেনা
মনে করো তুমি এখন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছ। সেখান থেকে তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান লালবাগ কেল্লায় বেড়াতে যাবে। কিন্তু বিপত্তি হচ্ছে কোন পথ ধরে তুমি লালবাগ কেল্লায় যাবে, সেটা তোমার জানা নেই। এসো দেখি, গুগল ম্যাপ আমাদের কীভাবে সহযোগিতা করতে পারে। শুধু এই ক্ষেত্রে নয়, যেকোনো ক্ষেত্রেই গুগল ম্যাপসের সাহায্যে পথ চেনা কত সহজ!
১. গুগল ম্যাপস দিয়ে কোনো জায়গার অবস্থান জানতে হলে প্রথমেই গুগল ম্যাপস (www.google.com.bd /maps) ওপেন করো।
২. এরপর সার্চ সিলেক্ট করে তুমি যে জায়গার অবস্থানটা জানতে চাও, তা টাইপ করে ক্লিক করো সার্চ বাটনে।
৩. সার্চ চলাকালীন তুমি এই রকম একটি স্ক্রিন দেখতে পাবে, সেখান থেকে রুট অপশনটি ক্লিক করো।
৪. এই স্কিনটির সাহায্যে তুমি দেখতে পাবে তোমার গন্তব্যে পেঁৗছানোর বিভিন্ন পথ।
৫. সার্চ করে পাওয়া রেজাল্ট থেকে তোমার পছন্দ অনুযায়ী যেকোনো লিংকে ক্লিক করো।
৬. তুমি পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকনির্দেশনা।