২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

গুগল আইও অনলাইনে দেখবেন যেভাবে

গুগল আইওগুগল

গুগলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে বার্ষিক সম্মেলন ‘গুগল আইও ২০২২’ শুরু হচ্ছে কিছুক্ষণ পরই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই আয়োজন।

দুই দিনের এই সম্মেলনে ভবিষ্যতের প্রযুক্তি ও পণ্যের ধারণা তুলে ধরবে গুগল। ফলে সম্মেলনের খুঁটিনাটি তথ্য জানতে সারা বিশ্বের অ্যানড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীরা অপেক্ষা করছেন। বরাবরের মতো এবারও অনলাইনে সম্মেলন সরাসরি দেখা যাবে।

সম্মেলনের শুরুতেই বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনের প্রথম দিনে নতুন প্রযুক্তি ও পণ্য নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় দিনে হবে কারিগরি অধিবেশন। ধারণা করা হচ্ছে এবারের সম্মেলনে পিক্সেল স্মার্টফোনের পাশাপাশি অ্যানড্রয়েড, ওয়্যারওএস, গুগল সার্চ ও গুগল অ্যাসিসট্যান্টের প্রযুক্তি উন্নয়নের ঘোষণা আসতে পারে।

যেভাবে অনলাইনে দেখা যাবে

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের বক্তব্যের মাধ্যমে শুরু হবে সম্মেলন। এরপরই হবে ডেভেলপারদের জন্য আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান। https://io. google/ 2022/ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করে সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ মিলবে। ওয়েবসাইটের পাশাপাশি গুগলের ইউটিউব চ্যানেলেও (https://www. youtube. com/watch? v=PeUXBvRExic) সম্মেলন সরাসরি দেখা যাবে। সম্মেলনের ধারণ করা ভিডিও পরবর্তী সময়েও দেখার সুযোগ মিলবে।

সূত্র: এনডিটিভি