খেজুরের জিন নকশা উন্মোচন
সৌদি আরব ও চীনের একদল বিজ্ঞানী এবার খেজুরের জিন নকশা উন্মোচন করেছেন। মরুবহুল আরবের অনেক অঞ্চলের মানুষের কাছেই প্রধান খাবার খেজুর। বিজ্ঞানীর বলছেন, ফলটির জিন নকশা বা ডিএনএ রহস্য উন্মোচনের ফলে উৎপাদন বৃদ্ধি ও এর বিভিন্ন রোগের প্রতিকার আগের চেয়ে সহজ হবে। সৌদি গবেষণা ইনস্টিটিউটের প্রধান মোহাম্মদ আল-সুওয়ালি এ কথা জানিয়েছেন। বিশ্বে খেজুরের দুই হাজার প্রজাতির মধ্যে সৌদি আরবেই পাওয়া যায় ৪৫০টি প্রজাতি। বিশ্বে উৎপাদিত মোট খেজুরের ১৪ শতাংশ আসে সৌদি আরব থেকে। ফলটির জিন নকশা উন্মোচনের জন্য রিয়াদের কিং আবদুল্লাহ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং চীনের শেনঝেনভিত্তিক বিজিআইয়ের গবেষকেরা ২০০৮ সাল থেকে কাজ করছিলেন।
এএফপি।