ক্রোম ব্রাউজারে গ্রুপ ট্যাব
একসঙ্গে একাধিক ওয়েবসাইট চালু করলে ব্রাউজারের ট্যাব বারে সেগুলো ভালোভাবে দেখা যায় না। ফলে কাজের সময় প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে ঝামেলা হয়। সমস্যা সমাধানে চাইলেই ক্রোম ব্রাউজারে গ্রুপ ট্যাব চালু করা যায়। গ্রুপের আওতায় থাকা ওয়েবসাইটগুলোর নামের নীচে দাগ থাকায় সহজেই আলাদা করা যায়। ফলে অন্য ওয়েবসাইটের কাজ শেষে এক ক্লিকেই নির্দিষ্ট ওয়েবসাইট চালু করা সম্ভব। চাইলে গ্রুপে থাকা ওয়েবসাইটের নীচে বিভিন্ন রংয়ের দাগ দেওয়া যাবে। শুধু তাই নয়, কাজ শেষে এক ক্লিকেই সবগুলো ট্যাব বন্ধ করা যায়।
এ জন্য প্রথমে ব্রাউজারের New tab + আইকনে ক্লিক করে যে ওয়েবসাইটটি গ্রুপ ট্যাবে আনতে চান, সেটি নির্বাচন করে মাউসের ডান বাটন চাপতে হবে। এবার select Add Tab to New Group নির্বাচন করে গ্রুপের নাম লিখতে হবে। এরপর New tab To The right অপশনে ক্লিক করে প্রয়োজনীয় অন্য ওয়েবসাইট নির্বাচন করে মাউসের ডান বাটনে ক্লিক করে Pin অপশন চাপতে হবে। পিন করা ওয়েবসাইটগুলোই গ্রুপ ট্যাব হিসেবে ব্রাউজারে দেখা যাবে।