ক্রে কম্পিউটারকে কিনে নিচ্ছে এইচপি
মার্কিন সুপার কম্পিউটার নির্মাতা ক্রে ইনকরপোরেশনকে কিনে নিচ্ছে হিউলিট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই)। এ জন্য ১৩০ কোটি মার্কিন ডলার খরচ করছে এইচপি। গত শুক্রবার এইচপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, বাণিজ্যিক পর্যায়ে সুপার কম্পিউটার বিক্রিতে এগিয়ে থাকতে ক্রে কম্পিউটারকে কিনে নিচ্ছে এইচপি। ২০২০ সালের প্রথম প্রান্তিকের মধ্যে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে। আরেক কম্পিউটার নির্মাতা আইবিএমের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এ পদক্ষেপ নিচ্ছে ক্রে।
যুক্তরাষ্ট্রের সিয়াটল ভিত্তিক ক্রে কম্পিউটারের কর্মী সংখ্যা এক হাজার ৩০০। গত বছরে ৪৫ কোটি ৬০ লাখ আয় করেছিল প্রতিষ্ঠানটি।
২০১৫ সালে এইচপি এন্টারপ্রাইজ হিসেবে যাত্রা শুরুর পর এটাই তাদের সবচেয়ে বড় অধিগ্রহণের ঘটনা। ২ বছর আগে ১০০ কোটি মার্কিন ডলারে নিম্বল স্টোরেজ ইনকরপোরেশনকে অধিগ্রহণ করেছিল এইচপি।
২০২২ সাল নাগাদ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই), ইন্টারনেট অব থিংস, ডিসট্রিবিউটেড কম্পিউটিং খাতে ৪০০ কোটি মার্কিন ডলার খরচ করার লক্ষ্য নির্ধারণ করেছে এইচপিই। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্টনিও নেরি বলেন, আগামী ২ বছরের মধ্যেই তাদের উদ্যোগগুলো লাভের মুখ দেখতে শুরু করবে।
১৯৭২ সালে সুপারকম্পিউটারের জনক সিমুর ক্রের হাত ধরে যাত্রা শুরু করে ক্রে কম্পিউটার। বর্তমানে লোকসানের মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ক্রে কম্পিউটার ওক রিজ ল্যাবরেটরিজের সঙ্গে ৬০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে একটি সিস্টেম তৈরির কাজ হাতে নিয়েছে।