কোডিং প্রতিযোগিতায় বিজয়ী ৩০ স্কুলছাত্রী, পেল পুরস্কার
‘বিডি গার্লস কোডিং কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ৩০ স্কুলছাত্রী। আজ বুধবার লালমাটিয়ার আপন উদ্যোগ ফাউন্ডেশনে চলা প্রোগ্রামিং ক্যাম্পে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমানে যেকোনো পেশাতেই ডিজিটাল দক্ষতার প্রয়োজন হয়। প্রোগ্রামিং জীবনকে সহজ করে। আর তাই এই প্রোগ্রামিং জ্ঞান তোমাদের জীবনে সহায়ক হবে।’
ষষ্ঠ থেকে এসএসসি পর্যায়ের স্কুলের ছাত্রীদের কম্পিউটার প্রোগ্রামিং দক্ষতা বাড়াতে ২৫ মার্চ অনলাইনে এ প্রতিযোগিতার আয়োজন করেছিল ইকো-বাংলাদেশ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) বিডি গার্লস কোডিং প্রকল্প। বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কারের পাশাপাশি তিন দিনের আবাসিক ক্যাম্পে প্রোগ্রামিং শেখার সুযোগও পেয়েছে। প্রোগ্রামিং ক্যাম্পের দ্বিতীয় দিন তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।
বিডি গার্লস কোডিং প্রকল্পকে প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপটার ও মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)।