কাল্পনিক বিশ্বে যুদ্ধ

শ্যাডো ফাইট থ্রিনেক্কি

শ্যাডো ফাইট সিরিজের তৃতীয় পর্ব ‘শ্যাডো ফাইট থ্রি’। আগের পর্বগুলোর তুলনায় শ্যাডো ফাইট থ্রি গেমটির গ্রাফিকসে আনা হয়েছে বেশ ভিন্নতা। বিভিন্ন চরিত্র এবং ছবি ত্রিমাত্রিকভাবে উপস্থাপন করার পাশাপাশি গেমটিতে চমৎকার অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। ফলে খেলার সময় গেমের চরিত্র এবং স্থানগুলোতে নিজেকে স্বাচ্ছন্দ্যে মানিয়ে নেওয়া যাবে।

গেমটির কাহিনিতেও রয়েছে বৈচিত্র্য। অলৌকিক এক ছায়া শক্তিতে আচ্ছন্ন কাল্পনিক বিশ্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে গেমটির কাহিনি। গেমের শুরুতেই দেখা যাবে কাল্পনিক বিশ্ব ঐতিহাসিক যুদ্ধের দ্বারপ্রান্তে। বহু বছর আগে গেটস অফ শ্যাডোস দিয়ে তৈরি শক্তিশালী দলটি এখন ভয়ংকর অস্ত্রে পরিণত হয়েছে। তিনটি দল এই বাহিনীর নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে।

গেমটিতে আপনাকে খেলতে হবে নায়কের চরিত্রে। অলৌকিক ছায়া শক্তির বিরুদ্ধে লগাইয়ের জন্য আপনাকে যুদ্ধকৌশল শেখার পাশাপাশি অস্ত্র সংগ্রহ করে শক্তিশালী শক্রর মোকাবিলা করতে হবে।

গেমটিতে ধীরে ধীরে ক্ষমতা ও সুবিধা বৃদ্ধির পাশাপাশি বিশেষ কৌশল আয়ত্ত করা যাবে। ফলে একপর্যায়ে ভয়ংকর ছায়া শক্তিকে আয়ত্ত করে নিজেকে কালো ছায়ায় পরিবর্তন করা যাবে। শুধু তা–ই নয়, ছায়ার ক্ষমতা ব্যবহার করে আরও শক্তিশালী হয়ে শক্রর ওপর হামলা চালিয়ে তাদের ধ্বংসও করা যাবে। গেমটিতে মূল কাহিনির পাশাপাশি একাধিক অনুসন্ধান বা অভিযানে অংশ নেওয়ার সুযোগও মিলবে।

অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনের জন্য তৈরি চমৎকার গেমটি বিনা মূল্যে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে অফলাইন খেলা যাবে। ‘নেক্কি’র তৈরি গেমটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় এরই মধ্যে ১০ কোটিবারের বেশি ডাউনলোড হয়েছে।

গেমটি খেলতে কমপক্ষে যা লাগবে—

অ্যান্ড্রয়েড ফোনের জন্য
অ্যান্ড্রয়েড ৫.০ থেকে পরবর্তী সংস্করণ
২ গিগাবাইটের বেশি র‍্যাম।

আইফোনের জন্য
আইফোন ৬ থেকে পরবর্তী সংস্করণ
আইওএস ১১ থেকে পরবর্তী সংস্করণ
২ গিগাবাইটের বেশি র‍্যাম।