এবার ফোল্ডেবল পর্দার মোড়ক
স্মার্টফোনে পর্দার আকার বড় করার চেষ্টা যেন ফুরোতেই চায় না। পুরোটা জুড়ে পর্দা দেওয়ার পরও যখন খায়েশ মিটল না, প্রতিষ্ঠানগুলো আরও বড় পর্দা যুক্ত করে ভাঁজ করে রাখার ব্যবস্থা করল। মানে ফোল্ডেবল ফোন বাজারে আনল। এলজি ঠিক তাতেও সন্তুষ্ট নয়। তারাও বড়সড় ফোল্ডেবল পর্দা যুক্ত করছে। সেটি আবার ভাঁজ করে অনেকটা মোড়কের মতো করে রাখা যায়। কিছুটা অদ্ভুত তো বটেই।
পেটেন্ট স্বত্বের জন্য ফোনের এমন নকশা ডব্লিউআইপিও গ্লোবাল ডিজাইন ডেটাবেইসে জমা দিয়েছে এলজি। দ্য হেগ ইন্টারন্যাশনাল ডিজাইন সিস্টেমেও নকশাটি জমা দিয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। তাতে ডিসপ্লে দিয়ে তৈরি মোড়কের কথা বলা হয়েছে, যেটি ফোনের সঙ্গে বিশেষ পোর্টে যুক্ত হয়ে বড় ডিসপ্লে হিসেবে কাজ করবে।
অদ্ভুত অদ্ভুত নকশার জন্য এলজির পরিচিতি রয়েছে। এর আগে মডিউলার নকশার ফোন বের করেছিল, যেটির যন্ত্রাংশ সহজে বদলে নেওয়া যেত। স্যামসাং, মটোরোলা, শাওমি ও হুয়াওয়ে যখন ফোল্ডেবল ফোন বাজারে আনছে, এলজি সেখানে প্রয়োজনমাফিক বড় পর্দা যুক্ত করার প্রযুক্তি দেখিয়েছে। সূত্র: ম্যাশেবল