একখণ্ড ভার্চ্যুয়াল জমি বিক্রি হলো সাড়ে সাত কোটি টাকায়

ভার্চ্যুয়াল জগত ডিসেন্ট্রাল্যান্ডের একটি অংশ। ভার্চ্যুয়াল অবতার তৈরি করে সেখানে ঘুরে বেড়ানো যায়ডিসেন্ট্রাল্যান্ড

সবকিছু ভার্চ্যুয়াল হয়ে যাচ্ছে বলে যে কথা আমরা প্রায়ই বলি, তা একদম ভুল নয়। এবার এক‘খণ্ড’ ভার্চ্যুয়াল জমি নয় লাখ ডলারের বিক্রি হওয়ার খবর মিলেছে। ‘ডিসেন্ট্রাল্যান্ড’ নামের ভার্চ্যুয়াল জগতে ব্লকচেইন প্রযুক্তিনির্ভর জমিটি রেকর্ড মূল্যে বিক্রি হয় গত বৃহস্পতিবার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেন্ট্রাল্যান্ডে ভার্চ্যুয়াল জমির মালিকানা বদল হয় নন-ফানজিবল টোকেন (এনএফটি) হিসেবে। এটা অনেকটা সনদের মতো। ডিজিটাল কনটেন্টের মালিকানার সনদ বলা যেতে পারে। সেই কনটেন্ট কোনো ভাইরাল ভিডিও হতে পারে, আবার ডিজিটাল চিত্রকর্মও হতে পারে। যেন একটি স্মারক, কিংবা বিখ্যাত শিল্পীর আঁকা দুর্লভ চিত্রকর্মের মতো সংগ্রহে রাখার যোগ্য কিছু।

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর প্রথম টুইট বিক্রি করেছেন এনএফটি হিসেবে। কিছুদিন আগে এভাবে ৫৫ সেকেন্ডের একটি ভিডিও বিক্রি হয় প্রায় সাড়ে ছয় কোটি টাকায়। আর এখন আমরা দেখলাম ভার্চ্যুয়াল জমিও এনএফটি হিসেবে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

স্বাভাবিক কারণেই সেই ভার্চ্যুয়াল জমিতে না হবে চাষবাস, না বানানো যাবে বাড়ি। তবে মালিকানার বদল হতে পারে। আর মালিকানার স্বত্ব লিপিবদ্ধ থাকে ব্লকচেইন প্রযুক্তিতে। এটা তথ্য লিপিবদ্ধ হয় এমন প্রযুক্তিতে, যা সহজে পরিবর্তন করা বা মোছা যায় না। ডিজিটাল খতিয়ান বলতে পারেন।

ডিসেন্ট্রাল্যান্ড ফাউন্ডেশন জানিয়েছে, রিপাবলিক রিয়ালম নামের একটি বিনিয়োগ তহবিল তাদের ভার্চ্যুয়াল জমি কিনেছে। রিপাবলিক নামের মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিজিটাল রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য এই তহবিল গঠন করে। এখন পর্যন্ত ভার্চ্যুয়াল জমি বিক্রির এটিই সর্বোচ্চ দাম।

‘স্যান্ডবক্স’ নামের ব্লকচেইননির্ভর আরেকটি ভার্চ্যুয়াল জগতে চলতি মাসের শুরুতেই সাড়ে ছয় লাখ ডলারে বিক্রি হয় আরেকটি ভার্চ্যুয়াল জমি।

রয়টার্স জানিয়েছে, ডিসেন্ট্রাল্যান্ডের ভার্চ্যুয়াল জমিটি ২৫৯টি ইউনিট বা ‘পার্সেলের’ সমন্বয়ে তৈরি। আকারে সেটি ৬৬ হাজার ৩০৪ ভার্চ্যুয়াল বর্গমিটার বা ১৬ ভার্চ্যুয়াল একর।

জমিটির দাম পড়েছে ১ হাজার ২৯৫ মানা। মানা হলো বিটকয়েনের মতো ডিসেন্ট্রাল্যান্ডের নিজস্ব ডিজিটাল মুদ্রা। বিক্রির সময় ১ হাজার ২৯৫ মানার মার্কিন ডলারে বিনিময় মূল্য ছিল ৯ লাখ ১৩ হাজার ২২৮ দশমিক ২ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৭ কোটি ৭৪ লাখ টাকার আশপাশে।

নিলামঘর সদেবিজের লন্ডনের ভবনের আদলে ডিসেন্ট্রাল্যান্ডে তৈরি ভার্চ্যুয়াল রেপ্লিকা
ডিসেন্ট্রাল্যান্ড

বিশেষজ্ঞদের সতর্কবার্তার তোয়াক্কা না করে চলতি বছরের শুরুর দিকে মানুষ এনএফটিতে ঝোঁকে। এতে বেড়ে যায় এনএফটিনির্ভর ভার্চ্যুয়াল সম্পদের দাম।

ডিসেন্ট্রাল্যান্ডের মতো ভার্চ্যুয়াল দুনিয়ায় মানুষ তাদের এনএফটিনির্ভর চিত্রকর্ম প্রদর্শন করতে পারে। চাইলে বন্ধুদের সঙ্গে নিয়ে ভার্চ্যুয়াল অবতার হিসেবে ঘুরে বেড়ানো যায়। ভার্চ্যুয়াল ভবনে প্রবেশ করে অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যবস্থাও থাকে বলে জানিয়েছে রয়টার্স।

বিখ্যাত বহুজাতিক নিলামঘর সদেবিজ তাদের লন্ডনের ভবনের আদলে ডিসেন্ট্রাল্যান্ডে একটি ভার্চ্যুয়াল রেপ্লিকা তৈরি করেছে। সেখানে এনএফটি শিল্পকর্মের প্রদর্শন করে তারা। এ পর্যন্ত হাজার তিনেক ভার্চ্যুয়াল দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন