উইন্ডোজ হালনাগাদের প্রলোভনে ম্যালওয়্যার আক্রমণ
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের প্রলোভনে ম্যালওয়্যার আক্রমণ চালাচ্ছে একদল সাইবার অপরাধী। এ জন্য ‘রেডলাইন স্টিলার’ ম্যালওয়্যারসহ ভুয়া উইন্ডোজ ১১ ইন্সটলার অ্যাপও তৈরি করেছে তারা। অনলাইন থেকে ইন্সটলার অ্যাপটি নামালেই উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের কম্পিউটারে গোপনে ম্যালওয়্যারটি ঢুকে পড়ে।
‘রেডলাইন স্টিলার’ ম্যালওয়্যার দিয়ে সাইবার হামলা চালানোর এ ঘটনা শনাক্ত করেছেন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ডের (এইচপি) একদল গবেষক। প্রতিষ্ঠানটিতে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা গবেষকদের দাবি, উইন্ডোজ ১১ ইন্সটলার অ্যাপের ছদ্মবেশে কম্পিউটারে ঢুকেই ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে থাকে ম্যালওয়্যারটি। এমনকি ব্যবহারকারীদের অবস্থান, আর্থিক লেনদেনের তথ্যসহ ব্রাউজারের ইতিহাস এবং পাসওয়ার্ডও সংগ্রহ করে।
উইন্ডোজ ব্যবহারকারীদের বোকা বানাতে windows-upgraded.com নামের ওয়েবসাইটও চালু করেছে সাইবার অপরাধীরা। মাইক্রোসফটের সঙ্গে নামের মিল থাকায় অনেকেই ওয়েবসাইটটি থেকে ভুয়া উইন্ডোজ ১১ ইন্সটলার অ্যাপ নামিয়ে থাকেন। আর তাই অনলাইন থেকে ভুয়া উইন্ডোজ ১১ ইন্সটলার অ্যাপ নামানোর আগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গবেষকেরা।
গত বছরের অক্টোবরে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেম হালনাগাদের জন্য বার্তাও পাঠায় তারা। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সব উইন্ডোজ ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে অপারেটিং সিস্টেম হালনাগাদের বার্তা পাননি। এ জন্য অনেকে অনলাইন থেকে উইন্ডোজ ১১ ইন্সটলার অ্যাপ নামিয়ে অপারেটিং সিস্টেম হালনাগাদের চেষ্টা করেন। কিন্তু কম্পিউটারের বিভিন্ন যন্ত্র উইন্ডোজ ১১ সমর্থন না করায় তাঁরা ব্যর্থ হন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া