ইনস্টাগ্রামে সবার জন্য আসছে পণ্য ট্যাগের সুবিধা

ইনস্টাগ্রামে পণ্য ট্যাগ করা যাবেইনস্টাগ্রাম

সব ব্যবহারকারীর জন্য পণ্য ট্যাগ–সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে ইনস্টাগ্রাম। এ সুবিধা কাজে লাগিয়ে ছবিতে থাকা ব্যক্তির পোশাক বা ব্যবহৃত পণ্যও ট্যাগ করা যাবে। শুধু ছবি নয়, ইনস্টাগ্রামের ভিডিও এবং স্টোরিজ ফিচারেও পণ্য ট্যাগ করার সুযোগ মিলবে। এতদিন কেবল ক্রিয়েটর এবং বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের এ সুযোগ দিত ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক মাধ্যমটি।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সব ইনস্টাগ্রাম ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও এ সুযোগ মিলবে।

পণ্য ট্যাগ–সুবিধা ব্যবহারের জন্য বর্তমানের মতোই ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও পোস্ট করতে হবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। পণ্যগুলোর ওপর মাউসের কারসর রাখলেই দেখা যাবে ট্যাগ অপশন। এরপর ছবিতে থাকা ব্যক্তির পোশাক বা ব্যবহৃত পণ্য কোন প্রতিষ্ঠানের তৈরি তা নির্বাচনের জন্য ‘ব্র্যান্ডস লিস্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে পণ্যের নাম বা কোনো প্রতিষ্ঠানের তৈরি তা লিখে ‘ট্যাগ পিপল’ অপশনে ক্লিক করে নির্বাচিত ব্যক্তিদের ট্যাগ করা যাবে। ট্যাগ করা পণ্যগুলোর ওপর মাউসের কারসর রাখলেই সেটি কোনো ব্র্যান্ডের তা অন্য ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা জানতে পারবেন।

ট্যাগ করা পণ্যে কেউ ক্লিক করলে সেই পণ্যের বিক্রেতা প্রতিষ্ঠানও জানতে পারবেন। ফলে পণ্য বিক্রির নতুন কৌশল হিসেবে এ পদ্ধতি ব্যবহার করবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। ফলে ছবি বা ভিডিও পোস্ট করা ব্যক্তিদের পণ্য বিক্রির কমিশনও দিতে চায় ইনস্টাগ্রাম। এ জন্য বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালুর বিভিন্ন দিক পরীক্ষা করছে তারা।

ইনস্টাগ্রাম জানিয়েছে, বর্তমানে প্রায় ১৬ লাখ ব্যক্তি নিয়মিত ইনস্টাগ্রামে পণ্য ট্যাগ–সুবিধা ব্যবহার করেন। সব দেশে ও সুবিধা চালু হলে এ সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পাবে।