ইউক্রেনের ‘লাইভ ট্রাফিক’ দেখাবে না গুগল ম্যাপস

ইউক্রেনের রাস্তায় শরণার্থীদের ভিড় বেড়েছেছবি : রয়টার্স

ইউক্রেনে পঞ্চম দিনের মতো হামলা চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি শহরের দখল নিয়েছেন রুশ সৈন্যরা। হামলা ঠেকাতে সেনাবাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে লড়ছেন ইউক্রেনের সাধারণ জনগণ। শুধু তা–ই নয়, রুশ সৈন্যদের বিভ্রান্ত করতে শহরের বিভিন্ন প্রান্তে থাকা পথের দিকনির্দেশনা পরিবর্তন করছেন তাঁরা। এবার ইউক্রেনের জনগণের সমর্থনে দেশটিতে লাইভ ট্রাফিক সেবা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। এ জন্য গুগল ম্যাপসের বেশ কিছু কারিগরি সুবিধা অকার্যকর করা হয়েছে দেশটিতে।

গুগলের এ সিদ্ধান্তের কারণে ইউক্রেনের বিভিন্ন শহরের রাস্তায় চলাচল করা যানবাহনের তথ্য সরাসরি জানা যাবে না। এমনকি শহরের বিভিন্ন স্থানে জনসমাগমের তথ্যসহ বিপণিবিতান বা রেস্তোরাঁয় জড়ো হওয়া মানুষের ভিড়ের তথ্যও জানাবে না গুগল ম্যাপস। ফলে রাশিয়াসহ অন্য দেশ থেকে ইউক্রেনের বিভিন্ন শহরের ট্রাফিক ও জনসমাগমের তথ্য জানা যাবে না। ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গুগল।

রাশিয়ার মিসাইল হামলা থেকে জীবন বাঁচাতে এরই মধ্যে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ইউক্রেনের কয়েক লাখ অধিবাসী। এখনো শহর ছাড়ছেন অনেকে। বিষয়টি মাথায় রেখে, লাইভ ট্রাফিক সেবা বন্ধ করলেও গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা ঠিকই দেবে গুগল ম্যাপস। ফলে ইউক্রেনের বিভিন্ন শহরে চলাচলের সময় রাস্তার মোড়ের দিকনির্দেশনা সরাসরি পাওয়া যাবে।

উল্লেখ্য, ইউক্রেনে হামলার কারণে গত শনিবার থেকে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম আরটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অ্যাপ ও ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের সুবিধা স্থগিত করেছে গুগল।
সূত্র: রয়টার্স