ইউক্রেনের আইটি আর্মির সদস্য কত

সাইবার হামলা। প্রতীকী ছবিরয়টার্স

রাশিয়ার সামরিক অভিযান ঠেকানোর পাশাপাশি ডিজিটাল অনুপ্রবেশ ঠেকাতে আইটি আর্মি চালু করেছে ইউক্রেন। গত ২৭ ফেব্রুয়ারি আইটি সেনাবাহিনী চালুর পরিকল্পনার কথা জানিয়ে দেশটির উপপ্রধানমন্ত্রী ও ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মিখাইল ফেডোরোভ এক টুইট বার্তায় বলেছিলেন, ‘আমরা আইটি আর্মি গঠন করছি। আমরা সাইবার জগতে লড়াই চালিয়ে যাচ্ছি।’

মিখাইল ফেডোরোভের ঘোষণার পর ইউক্রেনকে রক্ষা করতে অনলাইনে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবক হ্যাকারদের সমন্বয়ে বিশাল এক বাহিনী। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেকোইয়ার বিশ্লেষক লিভিয়া টিবির্নার তথ্যমতে, এরই মধ্যে প্রায় ২ লাখ ৬০ হাজার স্বেচ্ছাসেবী হ্যাকার ও প্রযুক্তিকর্মী এই বাহিনীতে যোগ দিয়েছেন। সরাসরি নয়, আইটি আর্মি কাজ করছে অনলাইনে।

নিজেদের আলোচনা ও পরিকল্পনা গোপন রাখতে এনক্রিপশন সুবিধার বার্তা বিনিময়ের সেবা টেলিগ্রাম ব্যবহার করছেন আইটি আর্মির সদস্যরা। টেলিগ্রামে মিখাইল ফেডোরোভের দেওয়া তালিকা অনুযায়ী রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা চালাচ্ছেন তাঁরা।
সূত্র: এএফপি