আমাদের পাসওয়ার্ড নিরাপদ তো

মোবাইল ফোনের পাসওয়ার্ডপ্রতীকী ছবি

ই-মেইল সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নিরাপত্তায় আমরা কঠিন পাসওয়ার্ড ব্যবহারের চেষ্টা করি। নিরাপত্তা বিশেষজ্ঞরাও অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে কমপক্ষে ছয় অক্ষরের পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু ছয় অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করে কি সত্যি নিরাপদ থাকা যায়? এ নিয়ে ভিন্নমত থাকলেও এক গবেষণায় দেখা গেছে, হ্যাকাররা চাইলে মুহূর্তের মধ্যেই যেকোনো ব্যবহারকারীর ছয় অক্ষরের পাসওয়ার্ডের তথ্য জানতে পারে।

আট অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করেও নিজেকে নিরাপদ ভাবার কোনো উপায় নেই। কারণ, আপনার আট অক্ষরের পাসওয়ার্ডের তথ্য জানতে হ্যাকারদের প্রয়োজন হয় এক ঘণ্টারও কম সময়। পাসওয়ার্ডে ছোট–বড় অক্ষরের পাশাপাশি সংখ্যা বা বিভিন্ন চিহ্ন যোগ করলেও সেগুলোর তথ্য জানতে বেশি সময় লাগে না হ্যাকারদের। শুনতে অবাক লাগলেও এক গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হাইভ সিস্টেমস।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, সাইবার হামলার হুমকি বৃদ্ধির পরও ২০২১ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হচ্ছে ১২৩৪৫৬। এরপরই রয়েছে যথাক্রমে ১২৩৪৫৬৭৮৯, ১২৩৪৫, কোয়ার্টি (qwerty), পাসওয়ার্ড, ১২৩৪৫৬৭৮, ১১১১১১, ১২৩১২৩, ১২৩৪৫৬৭৮৯ ও ১২৩৪৫৬৭। সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া পাসওয়ার্ডের তথ্য জানতে হ্যাকারদের প্রয়োজন হয় মাত্র এক সেকেন্ড।

সবচেয়ে বেশি হ্যাক হওয়া অ্যাকাউন্টের তালিকায় ‘লাভ’, ‘বেবি’, ‘অ্যাঞ্জেল’সহ বিভিন্ন জীবজন্তু, পছন্দের রং এবং শপথবাক্যও রয়েছে। এ জন্য নিজের প্রিয়জন বা পছন্দের জীবজন্তু বা বস্তুর নামের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়া উচিত নয়। শুধু তাই নয়, নিয়মিত পাসওয়ার্ডও পরিবর্তন করতে হবে।

এ বিষয়ে হাইভ সিস্টেমস জানিয়েছে, পাসওয়ার্ড যত বড় হবে, ততই নিরাপদ। তবে এ জন্য অবশ্যই ছোট–বড় অক্ষরের পাশাপাশি একাধিক সংখ্যা ও চিহ্ন ব্যবহার করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় অবশ্যই দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা (২ এফএ) চালু করতে হবে। একই পাসওয়ার্ড একাধিক ওয়েবসাইটে ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন তাঁরা।
সূত্র: মেইল অনলাইন