আমরা প্রযুক্তিবিরোধী জগতের বাসিন্দা:পিটার থায়েল
‘শান্ত থাকুন, প্রযুক্তিকে ভয় পাবেন না।’ এ বার্তাটিই ছড়িয়ে দিচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে পরিচিত পিটার থায়েল। হলিউডের চলচ্চিত্রে প্রযুক্তিকে নেতিবাচকভাবে উপস্থাপনের বিষয়টির সমালোচনা করেছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন।
গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের প্রযুক্তি সম্মেলনে থায়েল বলেন, ‘অধিকাংশ মানুষই বিজ্ঞান পছন্দ করেন না, প্রযুক্তিও তাঁদের অপছন্দ। আপনারা হলিউডের চলচ্চিত্রগুলোতে দেখতে পাবেন যে, প্রযুক্তির কারণে মানুষ খুন হচ্ছে, যা পুরোপুরি কাল্পনিক ও ভিত্তিহীন।’
পেপালের সহ-প্রতিষ্ঠাতা থায়েল বলেন, ‘আপনার প্রযুক্তি প্রতিষ্ঠানে যদি অর্থ স্তূপ হয়ে পড়ে থাকে, তবে বুঝতে হবে আপনার কাছে কাজের ধারণার চেয়ে অর্থ বেশি রয়েছে।’
সমালোচক হিসেবেও খ্যাতি রয়েছে ফেসবুকের প্রথমদিকের বিনিয়োগকারী হিসেবে খ্যাত থায়েলের। সম্প্রতি অ্যাপলের বিরুদ্ধে সমালোচনাও করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, অ্যাপল তাদের উদ্ভাবনী ক্ষমতা হারিয়ে ফেলেছে। স্মার্ট-আপ বা ছোট ছোট প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলার পক্ষে তিনি।
সমাজে কীভাবে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, সে সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই বলেই মন্তব্য করেছেন থায়েল। কিন্তু ছোট প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী সক্ষমতা থাকায় এ ক্ষেত্রে বিনিয়োগের পক্ষে তিনি।
থায়েল বলেন, ‘নতুন কিছু করে বা নতুন কিছু দেখিয়ে আপনি স্বল্পসংখ্যক মানুষকে বিশ্বাস করাতে পারবেন। এখনকার সময়ে তাই স্টার্ট-আপ ও ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ।’