আইপ্যাডের জন্য অ্যাপ আনছে হোয়াটসঅ্যাপ
আইপ্যাড ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আইফোনের মতোই স্বচ্ছন্দে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন আইপ্যাড ব্যবহারকারীরা। এ জন্য আলাদা অ্যাপ চালুর পরিকল্পনার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এ বিষয়ে মেটায় হোয়াটসঅ্যাপ বিভাগের প্রধান উইল ক্যাচকার্ট জানান, ‘আইপ্যাড ব্যবহারকারীরা অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপ চালুর জন্য অনুরোধ করে আসছিলেন। অ্যাপটি চালু করতে পারলে আমরাও খুশি হব।’ তবে কবে নাগাদ অ্যাপটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে অনেক আগে থেকেই এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু রয়েছে। তথ্য, ছবি ও ভিডিও নিরাপদে বিনিময়ের সুযোগ থাকায় বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তা পেয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি। আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য থাকলেও আইপ্যাড ওএসের জন্য হোয়াটসঅ্যাপের কোনো আলাদা অ্যাপ নেই। ফলে আইপ্যাডে স্বচ্ছন্দে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ মেলে না। বেশ দেরিতে হলেও এবার এ সমস্যা সমাধানে আগ্রহী হয়েছে হোয়াটসঅ্যাপ।
উল্লেখ্য, গত বছর থেকেই একাধিক যন্ত্রে একই তথ্য ব্যবহারের সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে মুঠোফোনে থাকা হোয়াটসঅ্যাপ বার্তা ডেস্কটপ কম্পিউটারেও দেখা সম্ভব। এমনকি মুঠোফোন বন্ধ থাকলেও ডেস্কটপ কম্পিউটারে হালনাগাদ বার্তাগুলো পাওয়া যায়। বর্তমানে একসঙ্গে সর্বোচ্চ চারটি যন্ত্রে এ সুযোগ মিলে থাকে। নতুন অ্যাপ চালু হলে এই সুবিধা আইপ্যাডেও পাওয়া যাবে।
সূত্র: দ্য ভার্জ